বাড়িবাংলাদেশরেকর্ড ভেঙে ২০ হাজার পেরোল করোনা রোগীর সংখ্যা

রেকর্ড ভেঙে ২০ হাজার পেরোল করোনা রোগীর সংখ্যা

[WD_Button id=20126]

রেকর্ড ভেঙে ২০ হাজার অতিক্রম করলো করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ২০ হাজার অতিক্রম করলো। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ২০২ জন নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত হন। যা অন্য যেকোনো সময়ের চেয়ে সর্বাধিক। এর আগে গত ১৩ মে ১ হাজার ১৬২ জন ছিল সর্বাধিক সংখ্যা।

দেশে গত ৮ মার্চ থেকে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে করোনা রোগীর সংখ্যা ২০ হাজার অতিক্রম করলো। এখন মোট করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫ জন। 

গত ২৪ ঘন্টায় আরও ১৫ জন মৃত্যু বরণ করেছে। ফলে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৯৮ জনে। 

এ পর্যন্ত বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৬০ হাজার ৫১২টি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments