বাড়িকক্সবাজাররেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ হচ্ছে কক্সবাজার

রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ হচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ রোগ করোনাভাইরাস কক্সবাজারেও উদ্বেগজনহারে বেড়েই চলছে। মহামারি ঠেকাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী ইতিমধ্যে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক প্রতিটি উপজেলাকে তিনটি জোনে ভাগ করছে জেলা প্রশাসন। যেসব এলাকায় রোগী সংখ্যা বেশি সেসব এলাকা রেড, তারচেয়ে কম রোগীর এলাকাকে ইয়োলো এবং যেসব এলাকায় এখনও রোগী পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে ভাগ করে করোনা প্রতিরোধে কাজ করবে কক্সবাজার জেলা প্রশাসক। মঙ্গলবার (২ জুন) কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে  জেলার সকল নির্বাহী অফিসার (ইউএনও)র সাথে এই বিষয়ে অনলাইন প্লাটফর্মে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিদ্ধা হয় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রতিটি উপজেলাকে ৩ টি জোনে অর্থাৎ রেড জোন- অত্যধিক সংক্রমিত এলাকা, অপেক্ষাকৃত কম সংক্রমিত এলাকাকে অরেঞ্জ জোন, সংক্রমণহীন এলাকাকে গ্রিন জোন হিসেবে বিভক্ত করা হবে। সম্পূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে খুব শীগগিরই এই ব্যবস্থা চালু করবে জেলা প্রশাসন।

ওই অনলাইস সভায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রশাসনিক সীমানা অনুযায়ী জোন নির্ধারণ, রেড জোন এলাকায় চলাচল কঠোরভাবে সীমিতকরণ, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন সহ সার্বিকভাবে একটি কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments