বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গাদের বোঝাতে বাংলাদেশে আসছে মিয়ানমারের প্রতিনিধি দল

রোহিঙ্গাদের বোঝাতে বাংলাদেশে আসছে মিয়ানমারের প্রতিনিধি দল

ডেস্ক নিউজ। 

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বুঝাতে বাংলাদেশ সফরে আসছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল।

আগামীকাল শনিবার (২৭ জুলাই) দেশটির পররাষ্ট্র সচিব মিন্ত থোয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটির পৌঁছানোর কথা রয়েছে। তারা কক্সবাজার যাবেন এবং সেখানেই দুদিন থেকে শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটির সফরের সময় আসিয়ানের (দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জোট) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মানবিক সহায়তা কেন্দ্র বা আহা সেন্টারের একটি প্রতিনিধি দলও কক্সবাজার সফর করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে গত মাসে একটি ‘পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে আহা সেন্টার।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে আন্তর্জাতিক সমালোচনা প্রশমন করতে চায় মিয়ানমার। সে লক্ষ্যেই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা।

এর আগে গত বছরও মিয়ানমারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারের শিবিরে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিল। এর পরও প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো গতি আসেনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments