বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্পে এনজিও চাকুরীতে স্থানীয়দের অগ্রাধিকার দাবীতে এবার টেকনাফে শুরু হচ্ছে আন্দোলন...

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও চাকুরীতে স্থানীয়দের অগ্রাধিকার দাবীতে এবার টেকনাফে শুরু হচ্ছে আন্দোলন কর্মসূচী

টেকনাফ টুডেঃঃ

রোহিঙ্গা ক্যাম্পের এনজিও চাকুরীতে স্থানীয়দের অগ্রাধিকার দাবীতে এবার টেকনাফে শুরু হচ্ছে আন্দোলন কর্মসূচী।
টেকনাফবাসীর অধিকার আদায় ও বাস্তবায়ন কমিটির ব্যানারে এ আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

শুরুতে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দিয়েছে কমিটি।

আজ সোমবার ১৮ই ফেব্রুয়ারী বিকাল ৩টায় টেকনাফ উপজেলা গেইটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে টেকনাফবাসীর অধিকার আদায়ে একাত্মতা ঘোষনা করে টেকনাফের শিক্ষিত সচেতন সকলকে অংশগ্রহনের উদাত্ত আহবান জানিয়ে কমিটির নেতৃবৃন্দ জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার রোহিঙ্গারা বাস্তুচ্যুত হলে চরম সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক এদেশে অাশ্রিত হলে টেকনাফবাসী তাদের সহযোগীতায় সর্বপ্রথম এগিয়ে আসে। রোহিঙ্গারা আসার কারনে টেকনাফবাসী সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়। রোহিঙ্গাদের কারনে টেকনাফবাসীর জনজীবন বিপর্যস্ত এবং চরম ক্ষতির সম্মুখিন হয়। এই কারনে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এনজিও সংস্থাগুলোতে চাকুরীতে স্থানীয়দের ৭০ ভাগ কোটা আকারে অগ্রাধিকার দেয়ার জন্য। এই অবস্থায় গত একবছর ধরে এনজিও সংস্থাগুলোতে স্থানীয় চাকুরী প্রত্যাশীরা আবেদন করলেও পরিকল্পিতভাবে চাকুরী থেকে স্থানীয়দের বিভিন্ন অজুহাতে ও বিনাকারনে অগ্রাধিকার না দিয়ে বহিরাগতদের নিয়োগ দিচ্ছে। এছাড়া এনজিও সংস্থাগুলো গোপনে নিয়োগ কার্যক্রম চালাচ্ছে। লক্ষ্যনীয় বিষয় হল তাদের ইচ্ছেমতো নিয়ম নীতির কাছে টেকনাফের চাকুরী প্রত্যাশীরা কোনঠাসা হয়ে পড়ছে। এনজিও সংস্থা গুলো সরকারের আদেশ নির্দেশ ও পরামর্শ উপেক্ষা করে আসছে। উল্লেখিত কারনে টেকনাফের স্থানীয় চাকুরী প্রার্থীরা চাকুরী প্রত্যাশায় এ মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এতে টেকনাফের বেকার সমস্যা দুরীকরনে এনজিও সংস্থাগুলোতে চাকুরীর অধিকার আদায়ের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments