বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলির শব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলির শব্দ

বিশেষ প্রতিনিধিঃ-

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার ফলে আতঙ্ক বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, আমরা গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লোকজন আহত হয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তবে সাধারণ রোহিঙ্গাদের শান্ত করেছি। তাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে।

গোলাগুলির ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝি বলেন, রাতে (৮টার পরে) ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে খুব বেশি গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ক্যাম্পে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে এমন তথ্য জানিয়ে রোহিঙ্গা নেতা বদলুল ইসলাম বলেন, কে বা কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এছাড়া সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে আছি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments