বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ র‌্যাব সদস্য আহত

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ র‌্যাব সদস্য আহত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্য হলেন- সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালে মাদকবিরোধী অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মৌচনী শরণার্থী ক্যাম্পে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এতে র‌্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, ‘র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments