বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের দূত ইয়াং হি লি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের দূত ইয়াং হি লি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্প পরিদর্শনে আসেন।

 

এর আগে রবিবার (১৯ জানুয়ারি) বিকালে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত। আগামী বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

 

ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

 

জানা যায়, সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

 

 

এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments