বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর-ডিআইজি আনোয়ার হোসেন

রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর-ডিআইজি আনোয়ার হোসেন

কক্সবাজার প্রতিনিধি :
রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী  বদ্ধপরিকর। এখানে অন্য  কারো আধিপত্য বিস্তার থাকার প্রশ্নও উঠেনা। এখানে আধিপত্য বিস্তার থাকবে শুধু আইনশৃঙ্খলাবাহিনীর। বুধবার (৭ অক্টোম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি দেখতে  এসে এসব কথা বলেন  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
এদিকে গত কয়েকদিন ধরে উখিয়া কুতুপালং ক্যাম্পে দু দল রোহিঙ্গাদের  মধ্যে থেমে থেম গোলাগুলি চলছে। এখন পর্যন্ত এসব ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে   নিশ্চিত করেছে পুলিশ।
ক্যাম্প পরির্দশনে ডিআইজি বলেন, ‘ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রোহিঙ্গা শিবিরে  যৌথ টহল চলছে। কিছু কিছু এলাকায় ব্লক রেড  চলছে।  ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেসব প্রদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেবো এ ঘটনায়  দুজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। বিশেষ করে ক্যাম্পে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। তাছাড়া পুরো বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কোন অপরাধী ছাড় পাবে না।’
এদিকে  একইদিন গত কয়েকদিন ঘটে যাওয়া গোলাগুলি ঘটনায় সেখানকার বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা চেয়ে লম্বাশিয়া ক্যাম্পে চৌ-রাস্তায় জমাত হয়েছে। এতে ব্যানার নিয়ে শত শত রোহিঙ্গা নারী ও শিশু অংশ নেয়।
অংশ নেয়া রোহিঙ্গা নারীরা বলেন, ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকার পরিবেশ নেই। প্রতিটি মূর্হতে মৃত্যুর ভয় । আমরা সবাই র্নিভয়ে ঘরে থাকতে চায়। যেসব অপরাধী ক্যাম্পের পরিস্থিতি খারাপ করেছে, তাদের আইনের আওতায় আনা হোক ।”
RELATED ARTICLES

Most Popular

Recent Comments