বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা শিবিরে গুলাগুলিতে শিশুসহ ১৫জন গুলিবিদ্ধ

রোহিঙ্গা শিবিরে গুলাগুলিতে শিশুসহ ১৫জন গুলিবিদ্ধ

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র রোহিঙ্গা দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ১৫ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত নয়টা নাগাদ শিবিরের অভ্যান্তরে এ গুলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সালমান ও রোহিঙ্গা জাকির ডাকাত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো রোহিঙ্গা শিবির ও তৎসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৯ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তাদের নাম জানাযায়নি।

এসংক্রান্ত বিষয়ে জানতে নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হোসেনের নাম্বারে কয়েক দফা ফোন করা পরেও যোগাযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments