বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ২ শিশুর প্রাণহানি,১ শিশু আহত!

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ২ শিশুর প্রাণহানি,১ শিশু আহত!

খাঁন মাহমুদ আইউব। 
কক্সবাজারের উখিয়া পালংখালী  ইউনিয়নের রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে কবলে পড়েছে ৩ রোহিঙ্গা শিশু।এতে ছৈয়দ আমিনের শিশু পুত্র রোহান (৫) ও আব্দুর শুক্কুরের শিশু পুত্র সোহেল (৮) প্রাণহানি ঘটলেও অলৌকিক ভাবে বেঁছে গেছে ছৈয়দের শিশু পুত্র সফুর আলম (২)।উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
সূত্র জানায়,শনিবার বিকাল ৩টা দিকে ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের ৮নং ব্লকে বাড়ীর পাশে প্রতিদিনের ন্যায় পাহাড়ের খাদে ৩ শিশু খেলা করছিলো।হঠাৎ পাহাড় ধসে উক্ত ৩ শিশু মাটির নিছে চাপা পড়ে।এবিষয়ে,উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান,পাহাড় ধসে সংবাদ পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা ২ শিশুকে মৃত ও ১জনকে আহত অবস্থায় উদ্ধার করে।তিনি আরো জানান, আগে থেকেই পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকায় ছেলেমেয়েদের খেলা ধুলা বা জনসাধারনের অবাধ বিচরন না করার জন্য স্থানীয় রোহিঙ্গাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে।
এদিকে,রিপোর্ট লিখা পর্যন্ত আহত শিশুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং নিহত ২ শিশুকে দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments