বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা শিশুদের শিক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত

রোহিঙ্গা শিশুদের শিক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বিপুলসংখ্যক শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাংলাদেশের কারিকুলামে নয়, মিয়ানমারের কারিকুলামেই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। সম্প্রতি রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৮ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ রোহিঙ্গা শিশু-কিশোর কক্সবাজারের আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করছে। এদের মধ্যে ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ, যাদের শিক্ষা নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা রোধে মিয়ানমারকে কিছু করার আদেশ দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো। শীঘ্রই রোহিঙ্গা ক্যাম্পে আলাদা করে তাদের জন্য মিয়ানমারের পাঠ্যসূচিতে শিক্ষার ব্যবস্থা চালু করা হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments