বাড়িআলোকিত টেকনাফর‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

খাঁন মাহমুদ আইউব।

কক্সবাজারের টেকনাফে সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত ও র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল করিম (৩৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্দুক ও গুলিসহ ১০ হাজার ইয়াবা।
নিহত ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দু সালামের পুত্র।
টেকনাফ স্থল বন্দর সংলগ্ন বরইতলি এলাকায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত ও তার বিরুদ্ধে অর্ধডজনের বেশী মামলার কথা জানিয়েছেন র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।
র‍্যাব কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটা নাগাদ একদল রোহিঙ্গা ইয়াবাপাচারকারী ডাকাত দল অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বরইতলি এলাকায় র‍্যাব হানাদেয়। এসময় ডাকাত দল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষন করে। আত্মরক্ষার্থে র‍্যাবের প্রতিরোধের মুখে ডাকাদল পিছু হটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনা স্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি, ৩রাউন্ড গুলি, ২রাউন্ড গুলির খালী খোসা ও ১০ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ ডাকাত আব্দুল করিম (৩৮) কে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাশ মর্গে রাখা হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments