বাড়িআলোকিত টেকনাফলাকী স্টুডিও!

লাকী স্টুডিও!

মাহবুব নেওয়াজ মুন্না

ইস এই ছবিখান যদি শাপলাচত্বরের সেসময়কার লাকী স্টুডিওতে উঠাইতে পারতাম! তাও সময়টা যদি নব্বইয়ের দশক হতো! লাকী স্টুডিওর ক্যামেরাম্যান দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর ঝাড়ি-মাড়ি দিইয়া ছবি তোলার আসনে আমারে বসাইত। তারপর সামনে গোলাকার চাকতির লাহান প্রকাণ্ড লাইট দুইডা জ্বালাইয়া চোখেমুখে আলোর ঝিলিক মাইরা দিতো সনি ক্যামেরায় এক জাদুকরী ক্লিক! বেশী ক্লিক দিতো না পাছে যদি আবার ক্লিক হয় ফিল্ম বরবাদ হয়ে যাইবো না!

১৯৯৯ সালের সেই শিশুকালে মা যেভাবে আমার চুলটুল সিঁথা মেরে দিয়ে চান্দের গাড়ির ফ্রন্টসীটে চড়াইয়া নিয়া যাইত তা এহনো মনে গাঁইথা আছে। আমার দাদু সেই শিশু বয়সের আমারে কোলে নিয়ে মা-ছেলেকে সাবরাং নোয়াপাড়া ইস্টিশন পইরযন্ত পৌঁছে দিত। স্টুডিওতে ছবি উঠানো শেষ হলে মা আমারে সাথে নিয়া নানুর বাড়িতে ক’টা দিন নাইঅর থাকত।

নানুর বাড়ির পাশের রাজ্জাক স্যারদের বসতবাড়িতে দুইডা মাইজ্জাম গাছ (টক জামফল) ছিল। সেই গাছের ফলগুলো কুড়িয়ে খাওয়াতে আমাদের কিযে আনন্দ ছিল! ভাষায় প্রকাশ করা যাইব না। নানুর বাড়ি থেকে দাদুর বাড়ি ফেরার দিন খুব মন খারাপ হতো! কারণ আবার আব্বার ইশকুল যাইতে হবে। কেকে পাড়াস্থ (খায়ুকখালী) দোতলা নানুর বাড়িতে সেই সময়ে বেড়ানোর আরো অনেক মধুর স্মৃতি এখনো চিত্তের গহীনে প্রোথিত।

কিছুদিন আগে আমাদের ছেড়ে পরপারে চলে যাওয়া আনু খালাকে নব্বইয়ের দশকে মা আমার একখান ছবি আরব্য পূণ্যভূমিতে পাঠিয়েছিল সেটার কথাতো কখনো ভুলবো না। আনু খালা আবার সেই ছবিখান আঠারো বৎসর পরে এই বঙ্গভূমিতে যখন প্রত্যাগমণ করেন তখন সাথে করেই নিয়া এসেছিলেন। খালা আমারে খুব স্নেহ করতো। আমার ডাকনামটি খালাই রেখেছিল। বিধাতা আমাদের এই মরহুম খালাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক। ফি আমানিল্লাহ।

মাহবুব নেওয়াজ মুন্না : তরুণ লেখক ও প্রাবন্ধিক। জন্ম ও বেড়েওঠা কক্সবাজারের বিশেষ পর্যটন অঞ্চল সাবরাংয়ে। কর্মসূত্রে নিয়মিত বসবাস উখিয়ার রাজাপালংয়ে। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে লেখকের কর্মজীবন শুরু। বর্তমানে ২০১৮ সাল থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত। কক্সবাজার সিটি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ (শেষ পর্ব) এর পরীক্ষার্থী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা ও গৃহিণী মা এবং কলেজপড়ুয়া একমাত্র ছোটভাইকে নিয়েই লেখকের ব্যক্তিগত জীবন। লেখকের প্রথম লিখা প্রকাশিত হয় ২০০৬ সালে। তিনি মূলত স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংকট ও সম্ভাবনা নিয়ে লিখেন, লিখেন শেকড় ও গণমানুষের কথা। কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখসারির প্রধান ভূমিকা পালনকারী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments