বাড়িআলোকিত টেকনাফশহরের কলাতলীবাসিকে সেবা দিল ‘ভ্রাম্যমান হাসপাতাল’

শহরের কলাতলীবাসিকে সেবা দিল ‘ভ্রাম্যমান হাসপাতাল’

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ হাসপাতাল মঙ্গলবার (৫ মে) সেবা দিয়েছে কক্সবাজার শহরের কলাতলীবাসীকে। কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভ্রাম্যমান হাসপাতালটি প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া ছাড়াও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা এবং গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রিক বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গেছে।

ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে এ সেবা গ্রহণ করেন। দ্বোরগোড়ায় চিকিৎসা সেবা পেয়ে এলাকার মানুষ খুব উৎফুল্ল হন। যা কোনদিন সাধারণ মানুষ চিন্তাই করেননি।

ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন থেকে।

ভ্রাম্যমান হাসপাতালের পরবর্তী সেবা দেয়ার গন্তব্যস্থল অবিলম্বে জানিয়ে দেয়া হবে বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments