বাড়িআলোকিত টেকনাফশহরের বিভিন্ন গ্রুপের জমি পাহারায় রোহিঙ্গা

শহরের বিভিন্ন গ্রুপের জমি পাহারায় রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক |

রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়ছে। ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এই অবস্থায় স্থানীয় প্রভাবশালী মহল ও বিভিন্ন কোম্পানাী তাদের জমি পাহারায় এসব রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কক্সবাজার শহরের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত জমি পাহারার দায়িত্বে রয়েছে অসংখ্য রোহিঙ্গা ।
অভিযোগ পাওয়া গেছে কলাতলীস্থ সৈকতের পাশে ফকির গ্রুপের জমি পাহারা দেয়ার জন্য রাখা হয়েছে রোহিঙ্গাদের। স্থানীয়রা জানান, ফকির গ্রুপের জমি পাহারা দেয়ার জন্য কামাল হোসেন নামের এক রোহিঙ্গা পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে। আর এ রোহিঙ্গা পরিবার নিয়মিত রোহিঙ্গা ক্যাম্পে যাতায়ত করে। সন্দেহ করা হচ্ছে এই পরিবার রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার শহরে ইয়াবা পাচার কাজে জড়িত রয়েছে। ফকির গ্রুপের পাহারদারের আড়ালে তারা নানা অপকর্মে জড়িত রয়েছে। এ ব্যাপারে অভিয্ক্তু কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি। পরে তার স্ত্রী মদিনা তার পরিবারের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।

এভাবে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে পতিত জমি পাহারা দেয়ার কাজে জড়িত রয়েছে রোহিঙ্গারা। বিভিন্ন ডেভেলপ কোম্পানাী ও প্রভাবশালীরা তাদের জমিতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এসব রোহিঙ্গারা জমি পাহারা দেয়ার আড়ালে ইয়াবা সহ নানা অপকর্মে চালিয়ে যাচ্ছে। নতুন রোহিঙ্গাদের সাথে অনেক পুরানো রোহিঙ্গা রয়েছে। তারা নিয়মিত রোহিঙ্গা ক্যাম্পে তাদের স্বজনদের সাথে দেখা করে। রোহিঙ্গা ক্যাম্পে যাতায়তকালে ইয়াবা নিয়ে আসে। এসব ইয়াবা শহরে ছড়িয়ে দিচ্ছে তারা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments