বাড়িআলোকিত টেকনাফশারীরিক উপস্থিতিতে অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম শুরু

শারীরিক উপস্থিতিতে অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ভার্চুয়াল আদালত পরিচালনার পর আজ বুধবার থেকে দেশের সব বিচারিক আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 

আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রথম দিনে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হয়নি। প্রথম দিনে আইনজীবী ও বিচার প্রত্যাশীরা আদালতে এলেও কোনো আসামিকে হাজির করা হয়নি। আদালত চত্বরে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা লক্ষ্য করা গেছে। 

আজ প্রথম দিন স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা সম্ভব না হলেও দুই-একদিনের মধ্যে তা ঠিক হযে যাবে বলে আশা জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আর স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।

এর আগে করোনাভাইরাস বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণা করা হলে বন্ধ থাকে আদালতও। এরপর আদালতের নিয়মিত কার্যক্রমের পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চালু হয়। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments