বাড়িআলোকিত টেকনাফশাহপরীরদ্বীপের মাদক ও মানবপাচারকারী গডফাদারেরাএখনো অধরা!

শাহপরীরদ্বীপের মাদক ও মানবপাচারকারী গডফাদারেরাএখনো অধরা!

।। বিশেষ প্রতিবেদক ।।

টেকনাফ সীমান্তের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া এবং ঘোলারপাড়া এ ২টি চোরাইপয়েন্ট বহুল আলোচিত হলেও এর নিয়ন্ত্রনকারীরা আইন শৃংখলা বাহিনীর কাছে এখনো অধরা রয়ে গেছে । অথচ এলাকায় কালো ব্যবসার সাথে জড়িত থাকলেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না,তা নিয়ে সচেতন এলাকাবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শাহপরীরদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ স্থল সীমানা এবং সাগর ও নাফ-নদী বৈষ্টিত সীমান্ত এলাকা। উপজেলা প্রশাসন থেকে এর দুরত্ব ১১কিঃমিঃ। অতীতে শাহপরীরদ্বীপের খ্যাত বদবমোকার মিয়ানমারের আকিয়াবের সাথে জমজমাট নৌ-বাণিজ্য ছিল। বর্তমানে সেই বদরমোকাম এখন দক্ষিণ সাগর বক্ষে।আজ সেই শাহপরীরদ্বীপ বৈধ ব্যবসার পরিবর্তে এখন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। কতিপয় শীর্ষ চোরাকারবারী ও মানবপাচারকারীর কারণে গোটা শাহপরীরদ্বীপ বদনামের শিকার। শাহপরীরদ্বীপের আলোচিত জালিয়াপাড়া ও ঘোলার পাড়া এ ২টি চোরাইপয়েন্ট স্থানীয় চোরাকারবারী ও মানবপাচারকারীরা নিয়ন্ত্রন করে আসছে দীর্ঘদিন থেকে। এ ২টি চোরাইপয়েন্ট এর মধ্যখানে চোরাচালান দমনকারী সংস্থার ক্যাম্প থাকলেও এদের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত মাদকসহ মানবপাচার নামক কালো ব্যবসা চলে থাকে। চোরাচালানের সুবিধার্থে এ ২টি পয়েন্টকে অঘোষিত ঘাটে পরিনত করে -এর আড়ালে নিয়ে আসে বস্তা বস্তা ইয়াবা, মাদকদ্রব্য, গোল্ডেন পাথর, স্বর্ণ ও আর চলে মানব পাচার। ২০১৭ সালে ২৫ আগষ্টের সময় এ ২টি আলোচিত পয়েন্ট দিয়ে ঝাঁকে ঝাঁকে রোহিংগা অনুপ্রবেশ করেছিল। সেই সাথে নিয়ে আসছিল বস্তা বস্তা ইয়াবা ও স্বর্ণ। এসব কালো ব্যবসা করে অনেকেই অঢেল অর্থ-সম্পদের মালিক বনে যায়। পরবর্তীতে আইন শৃংখলা বাহিনীর অভিযানে ওরা অাত্নগোপনে থাকলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে ফের ওরা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। জালিয়াপাড়া ও ঘোলারপাড়ার এ ২টি সীমান্ত পয়েন্ট এখন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আইন শৃংখলা বাহিনীর অভিযানে চুনোপুঠী পাচারকারী আটক হলেও শীর্ষ মাদকও মানব পাচারকারীরা থাকে বরাবরই অধরা। এদেরকে আইনের আওতায় না আনলে মাদক ও মানবপাচার নামক জগণ্যতম অপরাধ কখনো বন্ধ হবেনা-এমন অভিযোগ স্থানীয়দের। গভীর রাত হলেই এ ২টি চোরাইপয়েন্ট চোরাচালান বাণিজ্যের জমজমাট ব্যবসা চলে। এ ২টি চোরাই পয়েন্ট কড়াকড়ি হলে এরা ব্যবহার করে সাবরাং কাটাবনিয়া ঘাট এলাকা। বস্তা বস্তা ইয়াবাও স্বর্ণের চালান খালাস করে কাটাবনিয়া ঘাট এলাকায়। মাদক বিরোধী অভিযান থমকে যাওয়ার পর জালিযাপাড়া ও ঘোলারপাড়া এখন সরগরম চলছে। সরেজমিন অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা জানায়, এ ২টি চোরাইপয়েন্ট নিয়ন্ত্রন করছে জালিয়াপাড়ার মিয়া হোসেনের পুত্র মোঃ ফরিদ প্রকাশ ওয়াই ফরিদ, একই পাড়ার নুর মোহাম্মদ মাঝির ছেলে আবু তাহের, ক্যাম্প পাড়ার আলী জোহার, মোঃ আলম প্রকাশ মাত আলম ও কাসো, রশিদ আহমদ প্রকাশ কালু, মোঃ আলম প্রকাশ কাট্যল্যা, শাকের আহমদ, আবুল কালাম, জামাল হোসেন, দক্ষিণ পাড়ার আমান উল্লাহ মাঝি, ছলিম উল্লাহ, কবির আহমদ প্রকাশ কবিরা, মিস্ত্রি পাড়ার মোঃ ছলিম প্রকাশ লম্বা ছলিম, এনায়ত উল্লাহ, ও শরীফ হোসেন। এরা বর্তমানে শীর্ষ মাদক ও মানব পাচারকারী বলে এলাকায় জনশ্রুতি থাকলেও আইন শৃংখলা বাহিনীর অভিযানে কেন তারা আটক হচ্ছে না এলাকাবাসীর প্রশ্ন। এদের মধ্যে অনেকেই চোরাচালান ও মানব পাচারের মামলা থাকলেও নীরবে এরা পার পেয়ে যাচ্ছে। এদের অতীত ও বর্তমান জীবনের আয়ের উৎস ক্ষতিয়ে দেখলে কালো টাকার অর্থ বিত্তের মালিক বনে যাওয়ার গোঁমর ফাঁস হয়ে যাবে। স্থানীয় কতিপয় আইন শৃংখলা বাহিনীর সদস্য এবং শাসকদলের নেতার সখ্যতা থাকায় ওরা চোরাচালানে বেপরওয়া হয়ে উঠেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, বিষয়টি আমার নজরে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে ।এর সাথে জড়িত এবং পৃষ্ঠপোষকতাকারীদের কোন মতেই ছাড় দেয়া হবেনা। দেশ ও জাতীয় স্বার্থে পুলিশকে সহযোগিতা করুন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments