বাড়িআলোকিত টেকনাফশাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার 

টেকনাফ থানার শাহপরীরদ্বীপে অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২ জুন) সকালে দক্ষিণ পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।  বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। 

।তিনি বলেন, অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে বস্তা বহন করতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঁশির মাধ্যমে মোটর সাইকেলটি থামার জন্য সংকেত দেওয়া হয়। অতপর কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের পাশে সরু রাস্তায় প্রবেশ করার সময় মটর সাইকেল থেকে বস্তাটি নিচে পড়ে যায় এবং উক্ত ব্যক্তি মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments