বাড়িবাংলাদেশশেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ফিলিস্তিনের ব্যাপারে আগামী ১৮ মে ওআইসির ডাকা বিশেষ বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম।

মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটয় শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ফোন করেন তুরস্কের প্রধানমন্ত্রী।

এ সময় দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে ১৫ মিনিট কথা হয়। সে সময় তুরস্কের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ ও ইসরাইলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেন, এটা হচ্ছে মানবাধিকার লংঘন। এ ছাড়া তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সূত্রঃসারাবাংলানেট

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments