বাড়িকক্সবাজারউখিয়া"শেড" এর পক্ষ থেকে ৫০ জন দুস্থদের মাঝে খাবার বিতরণ

“শেড” এর পক্ষ থেকে ৫০ জন দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আলোকিত টেকনাফ।

“খাদ্যের কথা ভাবলে;পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ এপ্রিল-২০২১ পর্যন্ত দেশ ব্যাপী পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১।এই কর্মসূচির অংশ হিসাবে এ্যাকশন এগেইনেস্ট হাঙ্গার (এসিএফ) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-উখিয়ার সার্বিক তত্ত্বাধানে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট(শেড) এর ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রামের ৫০ জন দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসব খাবারের মধ্যে চাল,ডাল,তেল,ছোলা,আলু,পিয়াজ ও আয়োডিনযুক্ত লবণসহ মোট সাতটি নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে।

উক্ত খাবার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.রন্জন বডুয়া রাজন,সিভিল সার্জন অফিস কক্সবাজারের মেডিক্যাল অফিসার জনাব ডা.সেীমেন বড়ুয়া,কক্সবাজার সদর হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট জনাব ডা.আশীষ কুমার দে, ডাব্লিউএফপি পুষ্টি কর্মকর্তা জনাব ইমরান বিন কায়েস, এসিএফ পুষ্টি জেষ্ঠ্য কর্মকর্তা জনাব আসাদুজ্জামান আসাদ,এসএআরপিভি’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা জনাব সুজিত চন্দ্র দাশ,ডাব্লিউএউচও কর্মকর্তা জনাব ডা.জুবায়ের মোমিন,শেড এর উপ-পরিচালক(স্বাস্থ্যও পুষ্টি) জনাব জিয়াউর রহমান মুকুল,প্রকল্প সমন্বয়কারী(পুষ্টি) জনাব মুহাম্মদ মাসুদ রানা,টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনাব রমজান আলী প্রমূখ।

এসময় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর ৭টি বার্তা মেনে চলা,খারারের বিভিন্ন উপকারী দিক তুলে ধরা ও কোভিড-১৯ মহামারী থেকে রক্ষার পাওয়ার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments