বাড়িকক্সবাজারসদর উপজেলা পরিষদের মাঠে মাটিতে লুটিয়ে পড়েই টমটম চালকের মৃত্যু

সদর উপজেলা পরিষদের মাঠে মাটিতে লুটিয়ে পড়েই টমটম চালকের মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল
আলোকিত টেকনাফ ডটকম

কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাঠে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ার কিছুক্ষণ পরেই এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শিক্ষা অফিসের গেইটের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়ে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার কিছুক্ষণ আগে একটি টমটমে কিছু লোহা নিয়ে ভেরতে ঢুকতে দেখেন। টমটমটি উপজেলা শিক্ষা অফিসের গেইটের সামনে গেলে চালক হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে বুক চাপড়াতে থাকে। মুহুর্তেই লোকজন এগিয়ে এসে উপজেলা প্রশাসনকে খবর দেন। এর কিছুক্ষণ পর পরেই তার মৃত্যু হয়। তার বয়স ৫০ এর কাছাকাছি হবে বলে ধারনা করা হচ্ছে।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) আবদুল্লাহ মারুফ এর নির্দেশে সদর হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম এসে লাশ নিয়ে যায়। তৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায় নি। এই টমটম চালকের মৃতদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments