বাড়িকক্সবাজারসমুদ্র সৈকতে “২৯ এপ্রিল ১৯৯১” স্মরণে বালি ভাস্কর্য ও পারফর্মিং আর্ট...

সমুদ্র সৈকতে “২৯ এপ্রিল ১৯৯১” স্মরণে বালি ভাস্কর্য ও পারফর্মিং আর্ট ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি :

কক্সবাজার লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে “২৯ এপ্রিল ১৯৯১” স্মরণে বালি ভাস্কর্য  ও পারফর্মিং আর্ট ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই ভয়াল দিনে উপকূলের ১ লাখ ৩৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।
সেই দিনের  স্মৃতির নানাভাবে ফুটে তুলেছে শিল্পীর তুলিতে, আলোকচিত্র ও বালি ভাস্কর্যে। উপস্থিত ছিলেন  গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন চিত্র শিল্পীরা।
পরিকল্পিত কক্সবাজার আন্দোলন সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেলের সভাপতিত্বে,  কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি বিশিষ্ট চিত্র শিল্পী তানবীর সরওয়ার রানার সমন্বয়ে উপস্থিত ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজ ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়ের শাহেনা আক্তার পাখি ও চিত্র শিল্পী জেয় দেব রোজার, আর্ট ক্লাব সাধারণ সম্পাদক রিয়াজুল কবির।  ও একঝাঁক তরুণুল  শিল্পি উপস্থিত ছিলেন।
২৯ এপ্রিল   সকাল ১১ টা থেকে সন্ধ্যার পর্যন্ত  সবার জন্য উমুক্ত ছিল প্রর্দশনী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments