বাড়িসারাদেশসরকারীকরণ হলো টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়

সরকারীকরণ হলো টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের সর্বস্থরে মানুষ, শিক্ষক সমাজ এবং প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি ও টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম কে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

টেকনাফ উপজেলার ঐতিয্যবাহি একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়। ১৫ নভেম্বর হতে ১৬ ষোলটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অবশেষে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রঙ্গাপন জারী করে সরকারী করণ করা হয়েছে। পাহাড় সমূদ্র বিধৌত প্রকৃতির স্বর্গভূমি এবং মিয়ানমার সীমান্তের নাফ-নদীর তীরে প্রাকৃতিক মনোরম টেকনাফ উপজেলার প্রশাসন প্রাণকেন্দ্রে ১৯৮৫ সালে স্থাপিত হয় টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়। এ উপজেলার শিক্ষার হার মাত্র ১৯% শতাংশ। তৎমধ্যে নারী শিক্ষার হার জেলার সর্বনিম্ম। কক্সবাজার জেলার ৮ উপজেলার মধ্যে টেকনাফ উপজেলার শিক্ষার হার সর্বনিম্ম পর্যায়ে। এ নারী শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাংসদ আব্দুর রহমান বদির পিতা মরহুম এজাহার মিয়া কোম্পানী। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় তার উদ্দ্যোগে এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের অবদান অনস্বিকার্য্য। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬ শত শিক্ষার্থী অধ্যায়ন করে যাচ্ছে। প্রতিবছর জেএসসি এবং এস,এস,সি সার্টিফিকেট পরীক্ষায় বেশ সুনামের সাথে কৃতকার্য্য হয়ে আসছে। টেকনাফ উপজেলা প্রাণ কেন্দ্রে একমাত্র বালিকা উচ্ছ বিদ্যালয় হিসাবে এতদাঞ্চলে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে একক ও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬ শত জন এবং কর্মরত শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মচারী সংখ্যা ১৬ জন। এ ধরণের মহৎ উদ্দ্যোগ অবশ্যই প্রশংসার দাবী পূরণ হয়েছে। এদিকে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়টি টেকনাফ পৌরসভা এবং প্রশাসন প্রাণ কেন্দ্রে অবস্থান, নিজস্ব জমিতে এ প্রতিষ্ঠানের স্থাপন, নারী শিক্ষার সুন্দর পরিবেশ খেলার মাঠ। পর্যাপ্ত অবকাঠামো, পরীক্ষা কেন্দ্র পরীক্ষায় ভাল ফলাফল ও ছাত্রীর সংখ্যা ক্রসান্নয়ে বৃর্দ্ধি পাচ্ছে। প্রধান শিক্ষিকা মিসেস শিউলী চৌধুরী জানান, অবশেষে এ প্রতিষ্ঠানটি সরকারীকরণ করা হয়েছে।অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এখন সরকারী সুযোগসুবিধা পাবে। তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফ ৪ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি ও টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলামের সার্বিক সহযোগীতায় এ প্রতিষ্ঠান সরকারী করণ হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments