বাড়িআলোকিত টেকনাফসীমান্তে ইয়াবা কারবারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান প্র‍য়োগের দাবী

সীমান্তে ইয়াবা কারবারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান প্র‍য়োগের দাবী

|| আলোকিত টেকনাফ ||

মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বশক্তি প্র‍য়োগের ফলে মাদক কারবারীরা প্রাণ বাঁচাতে প্রশাসনের নিকট আত্মসমর্পন করার পরেও টেকনাফ সীমান্তে সাড়ে সাত কোটি টাকার ইয়াবার চালান আটক করেছে বিজিবি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদু-জ্জামান চৌধুরী বার্তা বাজারকে জানান, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) ভোর ৫ টা নাগাদ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী জাফর মিয়ার প্রজেক্ট সংলগ্ন লবনের মাঠ এলাকায় বস্তা কাধে একদল লোককে বিজিবি সদস্যরা ধাঁওয়া করে।বিজিবির ধাঁওয়ার মুখে পাচারকারীরা বস্তা গুলো ফেলে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।পরে বস্তাগুলো উদ্ধার করে সাড়ে ৭কোটি টাকার মালিকবিহীন আড়াই লক্ষ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

এদিকে এপর্যন্ত জেলায় কথিত বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে ৪৫ জন মাদক কারবারী।প্রাণ বাঁচাতে আত্মসমর্পন করেছে অন্তত ১শ ৬০ জনের অধিক ইয়াবা মানব।প্রশাসনের তুমুল চাপের মুখেও ইয়াবা কারবারীদের মাদক আমদানী থেমে নেই।ফলে এসব অত্মসমর্পনের মধ্য দিয়েও ইয়াবা ব্যবসা বন্ধ হবে কিনা জেলাবাসীর মনে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে।

তাই অনেকে নতুন করে এসব ইয়াবা কারবারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান প্র‍য়োগের দাবী তুলেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments