বাড়িআলোকিত টেকনাফসুগন্ধা পয়েন্টে খাদ্যে ভেজালের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

সুগন্ধা পয়েন্টে খাদ্যে ভেজালের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

শাহ্ মুহাম্মদ রুবেল।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৪ মার্চ শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সার ।

মোস্তফা জাবেদ কায়সার বলেন, সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘লবস্টার ক্যাফে’ ও ‘মায়ের দোয়া ক্যাফে’ নামক দুইটি দোকান সীলগালা করে দেয়া হয়েছে। ফ্রেশ সী ফিশ, ক্যাফ বার বি কিউ, মেরিন সী ফিশসহ ৬ টি দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় বাজারের আরও বেশ কয়েকটি খাদ্য সামগ্রী বিক্রি দোকানিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান জাহিদ খান, সিভিল সার্জন অফিসের সেনিটারী ইন্সপেক্টর  নুরুল কবির কাদেরীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে গতকাল সুগন্ধা পয়েন্টে ফীস ফ্রাই খেয়ে ফেরদৌস আলম খান সৌরভ (৩৫) নামে এক পর্যটক প্রাণ হারান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments