বাড়িসারাদেশসেনা অভিযানে 'বিমান ছিনতাইকারী' নিহত

সেনা অভিযানে ‘বিমান ছিনতাইকারী’ নিহত

নিউজ ডেস্কঃ-

সেনাবাহিনীর কমান্ডো অভিযানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন ‘বিমান ছিনতাইকারী’ নিহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিমান ছিনতাইকারী নাম মাহাদী বলে জানা গেছে। তার কাছে একটি পিস্তল ছিল। মাত্র ৮ মিনিটের মধ্যে সফলভাবে অভিযান শেষ হয়।

এর আগে ছিনতাই চেষ্টার সন্দেহে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। বিমানটিতে ছিল ১৪২ যাত্রী, ৫ কেবিনক্রু ও ২ ককপিটক্রু।

বিমানবন্দরের এডিসি আরিফিন জুয়েল জানিয়েছিলেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিমানের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমান বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তাকে বিমান থেকে ধরে আনা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments