বাড়িআলোকিত টেকনাফসেন্টমার্টিনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

সেন্টমার্টিনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

টেকনাফ প্রতিনিধি |

সেন্টমার্টিনে জেটির দু’পাশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ দোকান ও ফিশারী উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। অভিযানে সহায়তা করেন সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. এম মহিউদ্দিন, পুলিশ ও বিচ কর্মীরা।

এ প্রসঙ্গে প্রণয় চাকমা বলেন, সৈকতের পাড়ে ও বাজারে অবৈধ গড়ে উঠা দোকান ও ফিশারীসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

স্টেশন কমান্ডার এম মহিউদ্দিন বলেন, দ্বীপ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা রয়েছে। তারই সুত্রে ধরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দ্বীপের বাজার ও সৈকতে ১০টি ছোট-বড় দোকান ও ফিশারী উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অন্যতম দ্বীপ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।

স্থানীয়রা জানান, ছোট-খাটো অবৈধ দোকান উচ্ছেদ করা হলো তবে গত বছর থেকে দ্বীপের বহুতল ভবনগুলো ভাঙার নির্দেশনা থাকলে তা এখনও বাস্তবায়ন হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments