বাড়িআলোকিত টেকনাফস্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর বাতিল

স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর বাতিল

নিউজ ডেস্কঃ-

কক্সবাজারের টেকনাফে ইয়াবা দমনে যাত্রা শুরু করা র‌্যাবের নতুন পাঁচ ক্যাম্প পরিদর্শনে আজ বৃহস্পতিবার কক্সবাজার আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। সফরসূচি অনুযায়ী সবকিছুই ঠিক ছিলো। কিন্তু শেষ পর্যন্ত জরুরি কাজে ঢাকায় ব্যস্ত হওয়ায় সফর বাতিল হয় মন্ত্রীর।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ক্ষুদে বার্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সফল বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানান র‌্যাব-৭ কক্সবাজার সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান। ঢাকায় চলমান উদ্ভুত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করা হয় বলে র‌্যাবের একটি সূত্রে জানা গেছে।

জানা গেছে, টেকনাফে নতুন পাঁচ র‌্যাব ক্যাম্পের যাত্রা শুরুর দুই image দিনের ব্যবধানে আজ কক্সবাজার সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। এই সফরে ক্যাম্পগুলো পরিদর্শনের পাশাপাশি কক্সবাজারে মন্ত্রীর বিশেষ আইনশৃঙ্খলা সভায় যোগদানের কথা ছিল। ওই সভায় ইয়াবার বিরুদ্ধে কি বার্তা থাকছে, তার অপেক্ষায় ছিল সচেতন মহল। কিন্তু মন্ত্রীর সফল বাতিল হওয়ায় সেই আশাই গুড়েবালি।

সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। সেখান থেকে রোহিঙ্গা শিবিরের উদ্দেশ্যে রওনা দিতেন। পরে টেকনাফের শাপলাপুর রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন শরণার্থী শিবির এবং র‌্যাব ক্যাম্প গুলো পরিদর্শনের কথা ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments