বাড়িআলোকিত টেকনাফস্বর্ণ ও ইয়াবাসহ ১ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড

স্বর্ণ ও ইয়াবাসহ ১ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড

|| খাঁন মাহমুদ আইউব ||

কক্সবাজারের টেকনাফে বসত ঘরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকার সহ এক রোহিঙ্গা নাগরিক কে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তি মিয়ানমানমার মংডু এলাকার মোঃ রফিক আহামদ (৩৫) বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কর্ণেল বি এন হায়াত ইবনে সিদ্দিক।
উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা এলাকার একটি বসত ঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার (৯ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টা নাগাদ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা উপজেলার হ্লেদা এলাকায় একটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় রফিক আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বালিশ উদ্ধার করা হয়। উক্ত বালিশের ভিতর থেকে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং মাদক সহ আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments