বাড়িআলোকিত টেকনাফস্বাধীনতার পূর্ণতার দিন আজ

স্বাধীনতার পূর্ণতার দিন আজ

বাঙ্গালী জাতির চুড়ান্ত মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন যে,”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম “। বঙ্গবন্ধু ২৬শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করে চুড়ান্ত বিজয় না হওয়া পযন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ নয় মাস তিনি নিভূত কারাগারে অসহনীয় নির্যাতনের শিকার হন। প্রহসনের বিচারে ফাঁসির আসামী হিসাবে মৃত্যুর প্রহর গুনছিলেন।বঙ্গবন্ধু তখন বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো,আমি বাঙালী, বাংলা আমার দেশ,বাংলা আমার ভাষা।জয় বাংলা। বাঙালী জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠলে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন।বঙ্গবন্ধু আজকের এইদিনে প্রিয় স্বদেশে ফিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১০লক্ষ মানুষের সমাবেশে সেদিনের আবেগাপ্লুত ভাষণে বলেছিলেন, “যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি,, যে জাতিকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারব কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইদের কাছে,মায়েদের কাছে,বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন”। বঙ্গবন্ধু এই দেশে ফিরে না এলে একটি সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে ২০১৯সালে এসে বলতে পারতো না, আমরাই বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। বিশ্ব ব্যাংককে থোড়াই কেয়ার করে বলতে পারতামনা, চাই না তোর টাকা। আমরাই নিজেদের অর্থে বানাতে পারি পদ্মা সেতুর মত বিশ্ব সেতু। আমরা নতুন প্রজন্মরা বলতে পারতাম না,আমিই বাংলাদেশ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

লেখক,
এডভোকেট এম,জিয়াউর রহমান
এডভোকেট
কক্সবাজার জেলা জর্জ কোর্ট
সম্পাদক
আলোকিত টেকনাফ ডটকম

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments