বাড়িআলোকিত টেকনাফস্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানে ৬৪ সচিব

স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানে ৬৪ সচিব

নিজস্ব প্রতিবেদকঃ-

করোনাভাইরাসে দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধানে ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। এ জন্য প্রতি জেলায় একজন করে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যাদের যে জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই ওই জেলার স্থায়ী বাসিন্দা।

 

দায়িত্ব পাওয়া সচিবেরা জেলার সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন।

 

 

এ ছাড়া প্রয়োজনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও সমন্বয় করবেন। সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা বা চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন। এ ছাড়া এসব বিষয় মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments