বাড়িকক্সবাজারস্বেচ্ছায় গেলে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

স্বেচ্ছায় গেলে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

।। আলোকিত নিউজ ডেস্ক ।।

রাখাইনে নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের ফিরিয়ে নিতে রাজি রয়েছে মিয়ানমার। তবে যারা স্বেচ্ছায় ফিরে যেতে চায় তাদেরকেই গ্রহণ করবে দেশটি।

সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সংলাপে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন।

নিরাপত্তা সংলাপে থং তুন এক প্রশ্নের জবাবে বলেন, সাত লাখ রোহিঙ্গাকে যদি স্বেচ্ছায় ফেরত পাঠানো হয়, তাহলে তাদের গ্রহণ করতে আমরা রাজি আছি। এটাকে কি জাতিগত নিধন বলা যায়?

তিনি বরেন, রাখাইনে কোনো যুদ্ধাপরাধ হয়নি। কারণ সেখানে কোনো যুদ্ধ চলছে না। তবে যদি অপরাধ প্রমাণ করা যায় তাহলে এটাকে মানবতাবিরোধী অপরাধ বলা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কয়েক মাসের মধ্যে সেখান থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments