বাড়িআলোকিত টেকনাফহঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে গুলি বর্ষণ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে গুলি বর্ষণ

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

কক্সবাজারের টেকনাফের জাদিমোরার রোহিঙ্গা ক্যাম্পের শেষ প্রান্তে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে ওই রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে গুলির শব্দ পায় সেখানকার রোহিঙ্গারা। পাশাপাশি জকির ডাকাত স্থানীয় এক শ্রমিক নেতাকে ফোনে হুমকি দিয়েছেন। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

এ প্রসঙ্গে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘জকির ডাকাতসহ একটি দলের পাহাড়ে গুলি বর্ষণের খবর রোহিঙ্গাদের কাছে শুনেছি। ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলছে। কেউ ছাড় পাবে না। তবে স্থানীয় এক শ্রমিক নেতাকে হুমকির কথাও শুনেছি। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।’

 

হুমকি পাওয়া স্থানীয় ওই শ্রমিক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘মঙ্গলবার সকালে আমার ফোনে কল দিয়ে জকির ডাকাত হিসেবে পরিচয় দেয়। পরে বলে তোমার বাবাকে নিষেধ করো, যাতে রোহিঙ্গা নেতাদের না ডাকে।’

 

 

রোহিঙ্গারা জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে ডাকাত জকিরসহ একটি দল অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের এডরা পাহাড়ের তীরে অবস্থান করে। পরে সেখান থেকে নেমে যেখানে র‌্যাবের সঙ্গে গোলাগুলি হয়েছিল সেখানে এসে বেশ কিছু গুলি বর্ষণ চালায়। এ সময় আশপাশের লোকজন ভয়ে ঘরের ভেতরে ঢুকে পরে। এতে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পের কিছু খারাপ লোকজন তাদের সোর্স হিসেবে কাজ করছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments