বাড়িকক্সবাজারহাজী বিরানীসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, মিষ্টিবনকে সতর্ক

হাজী বিরানীসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, মিষ্টিবনকে সতর্ক

প্রধান প্রতিবেদকঃ-

কক্সবাজার শহরে করোনাভাইরাসের কঠিন সময়ে যে সব দোকান খোলা রাখা হয়েছে ওই প্রতিষ্ঠানগুলো কোন ভাবেই মানছে না সামাজিক দূরুত্ব। এছাড়াও কর্মচারীরা পণ্য বিক্রির সময় স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করার অভিযোগও উঠেছে। তারই প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এতে হাজী বিরানী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং আরও দুই দোকানিকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা জানান, শহরের লালদীঘির পাড়স্থ আসাদ কমপ্লেক্সের মিষ্টিবনকে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। যাতে করোনার এই কঠিন সময়ে কর্মচারীরা স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার করে কেনাবেচা করেন।

এছাড়াও অন্য দুই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধেও অর্থদণ্ড করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশনায় নিয়মতি মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments