বাড়িআলোকিত টেকনাফহ্নীলায় ২ গ্রুপের সংঘর্ষ,পুলিশসহ আহত ১৫ জন

হ্নীলায় ২ গ্রুপের সংঘর্ষ,পুলিশসহ আহত ১৫ জন

মিজানুর রহমান , টেকনাফ  ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।শুক্রবার ৮ এপ্রিল জুমার নামাজের পরে দুই গ্রুপের মধ‍্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেই এই ঘটনার জম্ম দেয় বলে এলাকা সূত্রে জানান।
আহতরা হলেন,বাদশাহ মিয়া,জাগির হোসেন,শফিক,আব্দুল্লাহ,সরওয়ার, মোহাম্ম্দ আলী।
এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন,তারা হলেন কনস্টেবল হিমেল হোসেন ও শাহরিয়ার।

উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ পুলিশের একটি টিম ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকার সুত্রে জানা যায়,শুক্রবার সকাল ১০টায় অটোরিকশার সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগলে কথা কাটাকাটি শুরু হয়।পরে এলাকার মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিগণ বসে সমাধানের আশ্বস দিয়ে জুমার নামাজের পরে বৈঠকের সিদ্ধান্ত হয়।নামাজের পর এক পক্ষের লোক মসজিদের মাইকে ঘোষাণা দিয়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত করে।এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে,এসময় টেকনাফ-কক্সবাজার মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে একটি সিএনজি গাড়িও ভাংচুর করে।
এতে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে টেকনাফ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মেম্বার বেলাল উদ্দীন জানায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু উশৃঙ্খল যুবক এ ঘটনাটি ঘটিয়েছে যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন,সংঘর্ষের খবর পেয়ে এলাকায় গিয়ে পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments