বাড়িআলোকিত টেকনাফহ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাদে ফজর খতমে কোরআন, সকাল সাড়ে ৮টায় মাদ্রাসায় জাতীয় ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গনে খেলা-ধূলার আয়োজন করা হয়। দুপুর ১২টায় মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, বাংলা প্রভাষক নুরুল আমিন, ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা, আরবী প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও:এনায়ত উল্লাহ, সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান,এস এম সাইফুল্লাহ, সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ, কামাল উদ্দিন, ফরিদ আলম, জাফর আলম, ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ। এতে বক্তারা বলেন, আজ চির গৌরবের মহান বিজয় দিবস। লাল সবুজের উৎসবের দিন। বিজয়ের এই দিনটি জাতির জীবনে একই সঙ্গে বেদনারও। স্বাধীনতা অর্জনের জন্য চরম মূল্য দিতে হয়েছে বাঙ্গালীকে। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি। ইজ্জত হারিয়েছে অনেক মা-বোন, নির্যাতিত হয়েছে অসংখ্য মানুষ। হানাদার পাকিস্থান বাহিনী জালিয়েছে অসংখ্য বসত-বাড়ি। বিপূল পরিমাণ সম্পদ হানির বিনিময়ে আজকের এই সোনার বাংলাদেশ। মহান বিজয়ের এই দিনে আমরা শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিদেহী আতœার শান্তি কামনা করছি। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর ১৯৭১ সালে শাহাদাৎ বরণকারী শহীদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments