বাড়িকক্সবাজার১৭ই আগস্ট থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত

১৭ই আগস্ট থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক

১৭ই আগস্ট থেকে শর্ত-সাপেক্ষে সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত হোটেল-মোটেলসহ পৌর এলাকার সব পর্যটন কেন্দ্র। 

বুধবার রাতে জেলা প্রশাসনের পর্যটন সেলের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এর আগে পহেলা আগস্ট বিনোদন কেন্দ্রগুলো খুলে দিতে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে হোটেল-মোটেল  ও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়িদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

করোনার কারণে ১৮ই মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরপর লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণার সময়সীমা শেষ হলেও বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলো। এতে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল পর্যটকদের আনাগোনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments