বাড়িআলোকিত টেকনাফ৪০ হাজার কার্টন মাংস পাবে রোহিঙ্গারা

৪০ হাজার কার্টন মাংস পাবে রোহিঙ্গারা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রোহিঙ্গা শরণার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য সৌদি আরব থেকে ৪০ হাজার কার্টন কুরবানির পশুর মাংস আমদানি করছে। এসব মাংসে যাতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

 

চিঠিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য সৌদি আরব থেকে ৪০ হাজার কার্টন কুরবানি পশুর মাংস আসছে। এসব পশুর মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

 

মাংস বিনা মূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস প্রেরণ করছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

 

দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই চিঠিতে আরও বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দরে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments