বাড়িআলোকিত টেকনাফ৪৯টি চোরাই মোবাইলসহ আটক ২

৪৯টি চোরাই মোবাইলসহ আটক ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৪৯টি চোরাই মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- খুটাখালী গর্জনতলী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে আব্দুল আজিজ (৩০) ও একই এলাকার লেদু মিয়ার ছেলে মনুর আলম (২১)। এ ঘটনায় পলাতক রয়েছে নুর মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল হালিমের দোকান ও বাসায় তল্লাশি চালিয়ে ৪৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় বাসা ও দোকান থেকে আব্দুল আজিজ ও মনুর আলমকে আটক করা হয়।

তিনি আরও জানান, মূলত আব্দুল হালিম চোরাই মোবাইল ফোনগুলো সংগ্রহ করে দোকানে বিক্রি করত। তার সঙ্গে জেলার বিভিন্ন চোর, ডাকাত, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে এসব চোরাই মোবাইল ফোন সংগ্রহ করত আব্দুল হালিম। তবে আব্দুল হালিম পলাতক রয়েছে। আর আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments