বাড়িআলোকিত টেকনাফ৭ রোহিঙ্গা সন্ত্রাসী নিহতের ঘটনায় মামলা

৭ রোহিঙ্গা সন্ত্রাসী নিহতের ঘটনায় মামলা

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় খুন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির আইনে তিনটি মামলা দায়ের হয়েছে কক্সবাজারের টেকনাফ মডেল থানায়।

 

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ডিএডি নিরঞ্জন রাজ বংশি বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। তবে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এ প্রসঙ্গে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় তিনটি মামলা রুজু করা হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

 

২ মার্চ টেকনাফের জাদিমোরা ও শালবনের পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়। এ ঘটনায় ৩টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৭টি ওয়ার শ্যুটার গান ও ১৩ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

 

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ‘রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় র‌্যাব সদস্য বাদী হয়ে রাতে তিনটি মামলা দায়ের করেন। এ বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

 

 

এ দিকে মামলা তদন্ত কর্মকর্তা এসআই সুজিত চন্দ্র দে বলেন, ‘নিহত সাতজনের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত তাদের স্বজনদের কেউ মৃতদেহ নিতে আসেনি।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments