বাড়িআলোকিত টেকনাফ৯৯৯ এ কল দিয়ে গণধর্ষণের হাত থেকে রক্ষা পেল বিদেশি নাগরিক

৯৯৯ এ কল দিয়ে গণধর্ষণের হাত থেকে রক্ষা পেল বিদেশি নাগরিক

কক্সবাজারের রামুতে অস্ট্রেলিয়ান এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মারমেইড বিচ রিসোর্টের মালিকের ভাইসহ ২ জনকে আটক করেছে রামু থানা পুলিশ।

 

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার পেঁচার দ্বীপ এলাকার মারমেইড বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে।

 

রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে কটেজে ঘুমানোর সময় অস্ট্রেলিয়ান ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন। ওই নারী জরুরি হেল্পলাইন নম্বর-৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চান। রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ধর্ষণচেষ্টার অভিযোগে মারমেইড বিচ রিসোর্টের মালিকের ভাই শামিমুল হক স্যামসহ দুইজনকে আটক করা হয়।

 

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণচেষ্টার সময় ধস্তাধস্তিতে অস্ট্রেলিয়ান ওই নারী আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় অস্ট্রেলিয়ান হাইকমিশন মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তা না হলে পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments