বাড়িআলোকিত টেকনাফযমুনা টিভির সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক রাসেলকে হত্যা ও গুমের হুমকি

যমুনা টিভির সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক রাসেলকে হত্যা ও গুমের হুমকি

আলোকিত ডেস্ক

যমুনা টিভির সাবেক জেলা প্রতিনিধি ও টেকনাফ টুডে’র সম্পাদক সাংবাদিক নূরুল করিম রাসেলকে হত্যা ও গুম করে ফেলার হুমকি দেয়া হয়েছে ।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে (০১৮৬৬২৭৬৮৫২) একটি নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি দুই দফা কল করে হুমকি দেন।

১মিনিট ৩৫ সেকেন্ড ও ৩৭ সেকেন্ডের কলরেকর্ডে শুনা যায়, সিআইপি ফারুক নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে বলা হয়। যদি বন্ধ করা না হলে ফারুক সাংবাদিক রাসেলকে গুমকরে ফেলবে বলে হুমকি দেয়। এসময় অকথ্য ভাষায় গালমন্দ করে অজ্ঞাত ব্যক্তি।

এই ঘটনা জানাজানি হওয়ার পরেই কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ জানান।

সাংবাদিক রাসেল হুমকির বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরে টেকনাফ বন্দরের বিভিন্ন অনিয়ম, দুর্ণীতি ও হুন্ডির মাধ্যমে মিয়ানমারে ডলার পাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারনেই ওই মহলটির স্বার্থে আঘাত লাগে। এই ঘটনার পরে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় আছি। এই ঘটনায় কক্সবাজার জেলায় কর্মরত সকল সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করছি।

প্রসঙ্গত, নির্ভীক ও প্রতিবাদী সাংবাদিক নুরুল করিম রাসেল দীর্ঘদিন ধরেই সীমান্তের মাদক ব্যবসা, মানব পাচার, হুন্ডি সহ যাবতীয় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভাবে লেখালেখি করে আসছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments