বাড়িআলোকিত টেকনাফরামু জোয়ারিয়া নালা নদীতে মরা মুরগী : দুষিত পরিবেশ

রামু জোয়ারিয়া নালা নদীতে মরা মুরগী : দুষিত পরিবেশ

আবুল কালাম আজাদ :

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী সোনাইছড়ি নদীতে অসংখ্য মরা মুরগী ফেলে পানি ও পরিবেশ মারাত্মক ভাবে দুষিত করেছে। স্থানীয় কিছু ব্যবসায়ীদের পোল্ট্রি ফার্মে তীব্র শৈত্য প্রবাহের কবলে পড়ে মুরগী মারা পড়ছে। এসব অসাধু পোল্ট্রি ব্যবসায়ী মৃত মুরগী গুলো গত তিনদিন ধরে নদীতে ফেলে আসছে।

প্রবাহমান নদীর পানি স্থানীয় জন সাধারণ নিত্য ব্যবহার করতে মরা মুরগীর কারণে নদীর পানি দূষিত হওয়ায় শতশত মানুষ বেকায়দায় পড়েছে। পাশাপাশি এলাকার পরিবেশ দূষিতসহ নানারকম রোগব্যাধি ছড়ানোর আশংকায় এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব চিহ্নিত অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তারা কারও কথার তোয়াক্কা না করে গত তিনদিন ধরে অনবরত নদীতে মৃত মুরগী ফেলে যচ্ছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্হা নেওয়ার জন্য এলাকাবাসী রামু উপজেলা নির্বাহী  অফিসারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments