বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সীমান্তে ৬ কোটি টাকার মালিক বিহীন ইয়াবা আটক!

টেকনাফ সীমান্তে ৬ কোটি টাকার মালিক বিহীন ইয়াবা আটক!

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয় ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে অভিযান চালিয়ে কাঠের নৌকাসহ ৬ কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি।তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছ ২ বিজিবি ব্যাটালিয়ন সুত্র।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩মে) রাতের প্রথম প্রহর সাড়ে ১২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন (পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী বিওপির একটি বিশেষ টহলদল নিয়ে সীমান্তের ৭নং স্লুইস গেইটের দক্ষিণ পার্শ্বে একটি খালের কিনারায় অবস্থান নেয়।কিছুক্ষণ পর ৪/৫জন মিয়ানমারের লোক একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্তে আনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের থামার সংকেত দেয়।বিজিবির উপস্থিতি টেরপেয়ে নৌকায় থাকা লোকজন সরু দিয়ে সাঁতরিয়ে ওপারে চলে যায়।এসময় কাঠের নৌকাটি জব্দ পরবর্তী তল্লাশী করে ২টি বস্তা ভর্তি ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার বর্তমান বাজার মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে সূত্রটি।
জব্দকৃত ইয়াবা গুলো  পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments