কক্সবাজার’র টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলাবারুদ সহ জিয়াউর রহমান (২২) নামক এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে।
টেকনাফ মডেল থানা ওসি বাবু রনজিত বড়ুয়া জানান,৩সেপ্টেম্বর রাত সাড়ে ৩টা নাগাদ উপজেলার নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের প্রবেশ মুখে সন্দেহ জনক ঘুরা ফেরা কালে তকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশী করে একটি দেশী তৈরী এল জি বন্ধুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।তাকে আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আটক যুবক নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের বি ব্লকের, ১০৪১ নং শেডের সিরাজুল ইসলামের ছেলে। তার এমআরসি ৪৪৬৫৯। স্থানীয় সুত্র জানিয়েছে, সে দীর্ঘদিন থেকে সংঘবদ্ধ একটি রোহিঙ্গা ডাকাত দলের সাথে জড়িত রয়েছে।