1. engg.robel@gmail.com : আলোকিত টেকনাফ : Shah Mohamamd Robel
  2. shahmdrobel@gmail.com : Teknaf.Alokito :
আবার আলোচনায় নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট - আলোকিত টেকনাফ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আব্দুল্লাহ’র নেতৃত্বে বিএনপির পদযাত্রা আওয়ামীলীগ বিএনপির কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া লবনের পানিতে পিচ্ছিল শাহপরীরদ্বীপ নতুন সড়ক,ব্রেক কষলেই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা  সেন্টমার্টিনে আর কোন অবৈধ স্থাপনা নয়; পর্যটনমন্ত্রী অপহ্নত দুইজন ভিকটিম উদ্ধার করলো পুলিশ টেকনাফে ৪৪৭ ক‍্যান বিদেশি বিয়ার জব্দ টেকনাফ উপজেলা বিএমএসএফের কমিটি অনুমোদন  সভাপতি কালাম, সম্পাদক আরাফাত সানি ও সাংগঠনিক মিজান  ৮০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার  ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টেকনাফে ব‍্যাপক ক্ষয়-ক্ষতি কক্সবাজারে সতর্ক প্রশাসন : সেন্টমার্টিন থেকে ফিরেছে পর্যটক

আবার আলোচনায় নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৯০ Time View

নিউজ ডেস্কঃ-

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয়। ওই হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ২ বাংলাদেশি নাগরিক নিহত হন। হলি আর্টিজান হামলার পর পরই নর্থ সাউথ, ইস্ট ওয়েস্টসহ দেশের নামকরা অনেক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার বিষয়টি সামনে চলে আসে। গণমাধ্যমে অনেক প্রতিবেদন হয়। কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সংশ্লিষ্ট বইও পাওয়া যায়। ধনাঢ্য পরিবারের সন্তানদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি দেশজুড়ে আলোড়ন তোলে।

প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জঙ্গি ও চরমপন্থায় সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা চলে কিছুদিন। কিন্তু বাংলাদেশের অন্যসব বিষয়ের মতোই কিছুদিনের মধ্যেই সবাই বিষয়টি ভুলে গেল। আলোচনার টেবিল থেকে উধাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্টতা ইস্যু।

গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশজুড়ে চলেছে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাবে চলে কয়েকদিন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সব কিছুই মেনে নিয়েছে সরকার। স্কুল-কলেজের শিক্ষার্থীরা কয়েকদিন আন্দোলনের পরই ফিরে গেছে। স্বাভাবিকভাবেই স্কুল-কলেজে ক্লাসও চলছে। এরপর যেসব সংঘর্ষ হয়েছে সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থী নয় বরং বহিরাগত সন্ত্রাসীরাই সংশ্লিষ্ট তা প্রমাণিত হয়েছে। এখন সবকিছু স্বাভাবিকের দিকে যাচ্ছে ঠিক তখনই ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আবার আন্দোলনের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। থেমে যাওয়া ইস্যুতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার পুনর্জীবিত করতে চায় কেন?

বিশেষজ্ঞরা বলছেন, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্টসহ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবির, জঙ্গি ও চরমপন্থীরা বরাবরই ক্রিয়াশীল। এসব বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আন্দোলনের সমাপ্তি চায় না। তারা চাচ্ছে, আন্দোলন চলতে থাকুক। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন জিইয়ে রাখার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলেন, এসব প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাধারণত বাংলাদেশের কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। পাবলিক পরিবহনে এমন শিক্ষার্থীরা কতোটা যাতায়াত করেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিত্তশালী পরিবারের সন্তানেরাই সাধারণত এসব প্রাইভেট ইউনিভার্সিটির খরচ বহন করে পড়ার ক্ষমতা রাখে। তারা নিজস্ব গাড়িতেই যাতায়াত করে এটাই তো স্বাভাবিক। তাঁরা নিরাপদ সড়কের কতটুকু বোঝেন তা নিয়েও প্রশ্ন কারও কারও। তাই নিরাপদ সড়ক নিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলনের প্রচেষ্টা কিসের আলামত সেই প্রশ্ন উঠেছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা আজ যেমন সংঘর্ষে জড়িয়েছে তেমনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েরও অনেক শিক্ষার্থী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সেখানে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যই মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জঙ্গি ও চরমপন্থীদের নেটওয়ার্কে একসময় যোগ দিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই নেটওয়ার্কের আওতায়ই বর্তমান আন্দোলনের প্রচেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

More News Of This Category
© All rights reserved © 2021 Alokito Teknaf
Theme Customization By NewsSun