উখিয়া কলেজ এর পিতা-মাতা ছাড়া দুই ছাএীর পড়ালেখার সব দায়িত্ব নিয়েছেন এমপি বদি
শাহ্ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডট কমঃ-
আজ উখিয়া কলেজ ২০১৮ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের শুভ উদ্বোধনী ক্লাস, এবং উখিয়া কলেজের একাদশ শ্রেনীতে নতুন ভর্তি হওয়া পিতা-মাতা ছাড়া দুই ছাত্রী ইয়াছমিন আক্তার ও সাবিনা ইয়াছমিনের পড়ালেখার সব দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান (বদি) এমপি।
এ ব্যাপারে জানতে চাইলে দানশীল ব্যাক্তি হিসেবে পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী আব্দুর রহমান বদি সাংবাদিকদের জানান,উখিয়া টেকনাফে সড়ক উপসড়ক,স্কুল,কলেজ,ব্রীজ কালর্ভাট,সেতু,হত দরিদ্রদের মাঝে ব্যক্তিগত অনুদান, সাইক্লোন সেন্টার, ফায়ার ষ্টেশন,জনকল্যাণ মুখি উন্নয়ন যেমন,র্যাবার ড্যাম,গ্রামীন জনমনে কার্পেটিং সড়ক,প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিস্কুট, অর্থাভাবে বিনা চিকাৎসায় শয্যাশায়ী রোগী দের আর্থিক অনুদান, যৌতুকের কারনে বিয়ে হচ্ছেনা এমন পরিবারের বিয়ের ব্যবস্থা,টেকনাফবাসীর দুঃখ শাহপরীর দ্বিপ বেড়িবাঁধের উন্নয়ন (চলমান) সর্বোপরি মেরিন ড্রাইভ উন্নয়নে অনন্য ভুমিকা,মসজিদ, মন্দির, কবরস্থান, শ্বসান সহ প্রায় কয়েকশ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন,বর্তমান ১০ লাখ রোহিঙ্গা নিয়ন্ত্রণ ও তাদের প্রত্যাবর্তন করতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে, সে কারনে তিনি সাধারণ জনগণের কাতারে সামিল হতে না পেরে আন্তরিক ভাবে দুঃখিত। তিনি সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী সহ তৃণমুলের সাধারণ ভোটারদের দোয়া কামনা করেছেন। যেন সুস্থ থেকে জনগনের খেদমত করার সুযোগ পান। বদির এই উদ্যোগ কে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।