কক্সবাজারে দুই ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর ১০ মাসের কারাদন্ড
শাহজাহান চৌধুরী শাহীন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুই ইয়াবা কারবারীকে ইয়াবা পাচারের দায়ে পৃথক ৫ বছর ৫ মাস করে মোট ১০ বছর ১০ মাস কারাদন্ড দিয়েছেন কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ ( ১ম ) আদালত।
১৭ জুলাই মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ (১ম) আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন জনাকীর্ণেআদালতে এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মৃত ফয়েজ উল্লাহর ছেলে মো. হোসাইন ও একই ইউপি’র খোয়াংছড়িপাড়ার নির্মল ধরের ছেলে সুমন ধর। এসময় তাদের ৫ বছর ৫ মাস সাজার পাশাপাশি ২ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর টেকনাফ বিজিবির সদস্যরা ১ হাজার ৮’শ ৯৫ পিছ ইয়াবাসহ উল্লেখিত দুই ইয়াবা কারবারীকে আটক করে। এঘটনায় বিজিবি বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা এদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করেন। ওই মামলায় দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালতের বিচারক এ রায় দেন ।
কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ( এপিপি) জিয়া উদ্দিন আহমেদ বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।