টেকনাফে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
টেকনাফ প্রতিনিধি |
কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোরায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব- ৭ এর সদস্যরা।
আটকেরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ডি-ব্লকের জাফর আহমদের ছেলে খায়ের হোসেন (৪৮) ও ফজল আহমদের ছেলে সাইফুল্লাহ (৪৫)।
র্যাব-৭ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, বুধবার দুপুর ৩টায় টেকনাফ জাদিমোরায় ইয়াবা বিক্রির জন্য মিয়ানমারের দুই নাগরিক অবস্থান নেয়। এই গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।