টেকনাফে ট্রলার ডুবিতে নিখোঁজ তিন জেলের হদিস মেলেনি
জাকারিয়া আলফাজ, টেকনাফ :
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার ও তিন জেলের হদিস মেলেনি এখনো। ট্রলারটি গত রোববার কক্সবাজার সমুদ্র উপকূলে নাজিরার টেক চ্যানেলে ডুবে যায়। নিখোঁজ তিন জেলে হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের নুরুল আমিন , মোঃ শফিক ও মুছা আলী। এদের মধ্যে মুছা আলী বাক প্রতিবন্ধী।
জানা যায়, টেকনাফ শাহপরীর দ্বীপ বাজার পাড়ার আলী আহমদের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নয়জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের মাঝি লোকমান হাকিম বলেন, ‘ আমরা ট্রলারে নয় জন মাঝিমাল্লা ছিলাম। ট্রলারটি ডুবে যাওয়ার সময় তেলের খালি ড্রাম ও জারিকেনে ভর করে সাঁতরিয়ে ছয়জন কূলে উঠতে পেরেছি। এখনো তিন জনের কোন খোঁজ পাচ্ছিনা।’
এদিকে ট্রলার ডুবির ঘটনায় ট্রলারের মালিক আলী আহমদের ছেলে সাইফুল ইসলাম কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ২২৩৫।